ইয়াসিন সূরার ফজিলত এবং অডিও ফাইল নিয়ে নিন।



আসসালামু আলাইকুম আশাকরি আছেন,আজকে ব্লগের প্রথম পোস্ট সূরা ইয়াসিন এর মাধ্যমে শুরু করলাম। এই পর্বে থাকছে সূরা ইয়াসিনের ফজিলত এবং অডিও সূরা। সূরা ইয়াসিন কে বলা হয় আল কোরআনের হৃদয়। সূরা ইয়াসিন  মক্কায় অবতীর্ন হয়েছে এবং এর ৮৩ টি আয়াত ও ৫ টি রুকু রয়েছে।


সূরা ইয়াসিন নাযিল এর কারণ : মক্কার কাফের মুশরিকরা যখন হযরত মুহাম্মদ ( সা:) কে ইয়াতিম ও নিরক্ষর বলে উপহাস করতো এবং বলতো সে কীভাবে নবুয়তের দাবী করতে পারে তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন। এবং এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের সত্যতা প্রমান করেছেন।


ইয়াসিন সূরার ফজিলত

১ = তিরমিজী শরীফে উল্লেখ আছে এই সূরা একবার পাঠ করলে দশবার কোরআন খতমের নেকী হয়।

২ = এবং যে ব্যাক্তি এই সূরা বেশি বেশি পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে।

৩ = বিভিন্ন ওলামায়ে কেরামগন বরননা করেছেন এই সূরা পাঠ করিলে মৃত্যু যন্ত্রনা লাঘব হয় এবং কবরের কাছে এই সূরা পাঠ করিলে কবর আযাব থেমে যায়।

৪ = হযরত আবদুল্লাহ ইবনে যুবায়ের রা: বলেন যদি কোন ব্যক্তি সূরা ইয়াসিন অভাব অনটনের সময় পাঠ করে তাহলে তার অভাব দূর হয় এবং সংসারে শান্তি ও রিজিক বরকত লাভ হয়।

৫ = এ সূরা পাঠকারী জন্য কেয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশকারী হবে এবং আল্লাহ তা কবুল করবেন।

এছাড়াও সূরা ইয়াসিনের বহু ফজিলত বিভিন্ন হাদিসে উল্লেখ আছে। তাই যদি সম্ভব হয় প্রতিদিন সকালে একবার পাঠ করা উচিত।

অডিও ফাইল
অডিও সূরার সাইজ 5.55 MB এবং অডিও লেন্থ 48.26 মিনিট ডাউনলেড করুন

 Sura yeasin

No comments:

Post a Comment